২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের এল এল, বি ১ম পর্বের বাংলাদেশ শ্রম আইন (৬ষ্ঠ পর্ব) এর সাজেশন।



  1. (১) শ্রমিকের সংজ্ঞা দাও। ২০০৬ সালের বাংলদেশ শ্রম আইন অনুসারে শ্রমিকের শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা কর। স্থায়ী ও এবং অস্থায়ী শ্রমীকের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
  2. শ্রম শিল্প আইনের উদ্যেশ্য সমূহ কি? রপ্তানী মূখী শিল্প প্রতিষ্ঠন এ আইনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
  3. লে-অফ কি? কখন মালিক পক্ষ লে-অফ ঘোষনা করতে পারেন। কোন কোন ক্ষেত্রে লে-অফ কৃত শ্রমিকগন ক্ষতিপূরণ পাবে এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতি পূরণ পাবে না।
  4. বরখাস্থ বলতে বি বুঝ একজন শ্রমিক তাহার বরখাস্ত আদেশ বিপক্ষোব্ধ হইয়া প্রতিকারে আগহী শ্রম আইন অনসারে প্রতিকারাের্থে  তাকে কি পদ্ধতি অবলম্ভবন করতে হবে এ সম্পর্কে আইনের বিধান আলোচনা কর। সাধারণ বরখাস্থ কি?
  5. শ্রম আদালত বলতে কি বুঝ? ২০০৬ সালে বাংলাদেশ শ্রম আইনে অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা ও কার্য়বলী আলোচনা কর। শ্রম আদালত কে কি দেওয়ানী আদালত হিসাবে গন্য করা যায়।

  ২টি মন্তব্য:

  1. এটা কি ২০২০ সালের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন???

    উত্তরমুছুন
  2. ২০২০ সালে অনুষ্ঠিত (যা ২০১৯ সালে হওয়ার কথা ছিল) পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন নাকি এঠা??

    উত্তরমুছুন

FIND US ON FACEBOOK

Blog Archive

Logo

Popular Posts

জাতীয় বিশ্ববিদ্যালয় এল এল বি, প্রথম পর্বের বইয়ের তালিকা

রিট করার নিয়ম জেনে নিন.......

Education

728x90 AdSpace