Bd Law Edu latest post

সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ এবং প্রবর্তন

১৷ (১) এই আইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷

(২) সমগ্র বাংলাদেশে ইহার প্রয়োগ হইবে৷

(৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে৷

২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের এল এল, বি ১ম পর্বের বাংলাদেশ শ্রম আইন (৬ষ্ঠ পর্ব) এর সাজেশন।



  1. (১) শ্রমিকের সংজ্ঞা দাও। ২০০৬ সালের বাংলদেশ শ্রম আইন অনুসারে শ্রমিকের শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা কর। স্থায়ী ও এবং অস্থায়ী শ্রমীকের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
  2. শ্রম শিল্প আইনের উদ্যেশ্য সমূহ কি? রপ্তানী মূখী শিল্প প্রতিষ্ঠন এ আইনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
  3. লে-অফ কি? কখন মালিক পক্ষ লে-অফ ঘোষনা করতে পারেন। কোন কোন ক্ষেত্রে লে-অফ কৃত শ্রমিকগন ক্ষতিপূরণ পাবে এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতি পূরণ পাবে না।
  4. বরখাস্থ বলতে বি বুঝ একজন শ্রমিক তাহার বরখাস্ত আদেশ বিপক্ষোব্ধ হইয়া প্রতিকারে আগহী শ্রম আইন অনসারে প্রতিকারাের্থে  তাকে কি পদ্ধতি অবলম্ভবন করতে হবে এ সম্পর্কে আইনের বিধান আলোচনা কর। সাধারণ বরখাস্থ কি?
  5. শ্রম আদালত বলতে কি বুঝ? ২০০৬ সালে বাংলাদেশ শ্রম আইনে অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা ও কার্য়বলী আলোচনা কর। শ্রম আদালত কে কি দেওয়ানী আদালত হিসাবে গন্য করা যায়।

জাতীয় বিশ্ববিদ্যালয় এল এল বি, প্রথম পর্বের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয় এল এল বি, প্রথম পর্বের বইয়ের তালিকা, বঙ্গবন্ধু ল' কলেজ, মতিঝিল, ঢাকা। ব্যাচ ২০১৮-২০১৯।


আইন বিজ্ঞান (Jurisprudence), চুক্তি আইন (Law of contract), ইসলামিক আইন বিজ্ঞান ও মুসলিম আইন (Muslim jurisprudence and Muslim  law), ইকুইটি এন্ড ট্রাস্ট আইন (Equity and trust Act), হিন্দু আইন (Hindu Law), সুনির্দিষ্ট প্রতিকার আইন (specific relief Act), সাংবিধানিক আইন(Constitution Law), শ্রম ও শিল্প আইন (Labour & Industrial law), রাজস্ব আইন(Income Tax Law), বইয়ের তালিকা (Book List),


I'm Misbah Uddin, From Dhaka, Student Of Bangabandhu Law College,Dhaka Contact NO- 01715891287

রিট করার নিয়ম জেনে নিন.......

কোন নাগরীকের মৌলিক অধিকার লংঘন হয়েছে কিংবা কোন বিষয়ে প্রচলিত আইনে প্রতিকার নেই এমন দুই’টি ক্ষেত্রে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে  যে পিটিশন দায়ের করা হয় তাকে রীট   বলা হয় , তাহলে দেখলাম রীট   মূলত দুটি কারনে করা যেতে পারে
১. সংবিধানে বর্নিত নাগরীকের মৌলিক অধিকার লংঘিত হয়েছে এমন কোন বিষয়ে মৌলিক অধিকার বলবৎ করার জন্য রীট   পিটিশন দায়ের করা যেতে পারে
২. প্রচলিত আইনে প্রতিকার নেই এমন কোন বিষয়ে সংক্ষুব্দ্ধ ব্যাক্তি প্রতিকার চেয়ে মহামান্যা হাইকোটে রীট   পিটিশন দায়ের করতে পারে

  • আরও একটি বিষয় পরিস্কার করে বোঝা দরকার তা হল কোন বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে রীট  মামলা চলে না । প্রতিপক্ষ হতে হবে রাষ্ট্র কিংবা তার কোন অঙ্গে  নিয়োজিত কোন কর্মকর্তা বা কর্মচারী